‘আমার নির্বাচনের জন্য একজন বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন’: হাদী

Sep 20, 2025 - 23:19
 0  2
‘আমার নির্বাচনের জন্য একজন বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন’:  হাদী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। আজ শনিবার বিকেলে ওই আসনের অন্তর্গত মতিঝিল এলাকায় জনসংযোগও করেছেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদী বলেন, ‘আমার নির্বাচনের জন্য আজ বিদেশে থেকে এক ভাই আজ ২০ হাজার টাকা পাঠিয়েছেন। তিনি চান প্রতিদিন ক্যাম্পেইনে যেন সবাইকে কিছু খাওয়াই।

এই ২০ হাজার টাকা আমাদের কাছে ২০ লাখ টাকার চেয়েও বেশি।’

পিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নিম্নকক্ষে পিআর চাই না। নিম্নকক্ষে পিআর হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে। তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিআর চাই।

নিজের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে হাদী বলেন, ‘আমাদের এক পৃষ্ঠার ইশতেহার। এই ইশতেহার আমরা শাহবাগ মোড়ে ঝুলিয়ে রাখব। মানুষ যদি আমাদের সংসদে পাঠায় তাহলে এই ইশতেহারের কয়টা বিষয় বাস্তবায়ন করলাম আর কয়টা বিষয় বাস্তবায়ন করতে পারলাম না সে বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ থাকব।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো দল প্রয়োজন মনে করে যে আমাদের মতো তরুণদের সংসদে যাওয়া দরকার, তাহলে তারা আমার আসনে প্রার্থী না দিতে পারে।

কিন্তু আমি নিজে ধানের শীষ বা দাঁড়িপাল্লার প্রতিনিধি হতে চাই না।’
এমবি/এসআর