রাশমিকার সৌন্দর্য নিয়ে আমির হামজার বক্তব্য ফের ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। ভারতের আঞ্চলিক এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে সমাদৃত। রাশমিকার সৌন্দর্যের তুলনা করছেন অনেকেই। তবে দেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে আসে মুফতি আমির হামজার কণ্ঠে।
সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ঠ ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। আমির হামজার ওয়াজ মাহফিলের এই ভিডিও বেশ কিছুদিন আগের। এর আগেও এটা নিয়ে সামাজিক মাধ্যমে কথা হয়েছে।
ওই ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭ টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা।
সিনেমা জগতে ‘চালো’ সিনেমার মাধ্যমে রাশমিকার অভিষেক হয় তেলুগু সিনেমায়।