রামলীলায় পুনম পাণ্ডে, পক্ষে-বিপক্ষে ব্যাপক তোলপাড়

Sep 20, 2025 - 19:39
 0  1
রামলীলায় পুনম পাণ্ডে, পক্ষে-বিপক্ষে ব্যাপক তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: দিল্লির রামলীলায় ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হল অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পাণ্ডেকে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ঘোর আপত্তি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। বিশ্ব হিন্দু পরিষদ দিল্লি শাখার সুরেন্দ্র কুমার গুপ্তা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে আয়োজকদের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। তাঁর কথায়, ‘রামলীলা কেবল নাট্যমঞ্চ নয়, এটা ভারতীয় সমাজ ও সংস্কারের জীবন্ত প্রতিচ্ছবি।

ইউনেসকো রামলীলাকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তাই চরিত্র বাছাইয়ে দর্শকদের আবেগ ও সাংস্কৃতিক মানদণ্ডকে গুরুত্ব দেওয়াটা জরুরি।’ভারতীয় রিপোর্ট অনুসারে, প্রতিবছর লালকেল্লায় ‘রামলীলা’র আয়োজন করে লবকুশ রামলীলা কমিটি। এ বছর রাবণের চরিত্রে দেখা যাবে অভিনেতা আর্য বব্বরকে।
পরশুরামের ভূমিকায় থাকবেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে পুনম পাণ্ডের মন্দোদরী চরিত্রে অভিনয়ের বিষয়টি নিয়ে। ভিএইচপির দিল্লি শাখার সম্পাদক সুরেন্দ্র গুপ্তা কমিটিকে চিঠি লিখে আপত্তি জানান। তাঁর বক্তব্য, রামলীলা কেবল নাট্যশিল্পের জায়গা নয়, ভারতীয় সমাজ ও সংস্কৃতির জীবন্ত উপাদানও।
ইউনেসকোর স্বীকৃতি পাওয়া এই আয়োজনে এমন কারো চরিত্রে অভিনয় করা উচিত, যিনি সংস্কৃতির মর্যাদা রক্ষা করবেন। চিঠিতে আরো বলা হয়েছে, মন্দোদরীর চরিত্র মর্যাদা, সংযম, সতীত্ব ও আদর্শ স্ত্রীর প্রতীক। তাই এমন অভিনেত্রীকে নির্বাচন করা দরকার যিনি এই ভাবমূর্তির সঙ্গে মানানসই। পুনমের অতীত বিতর্কিত কর্মকাণ্ড ও জনসমক্ষে তাঁর ভাবমূর্তি ভক্তদের মনে আঘাত হানতে পারে বলেই মনে করছে সংগঠন।

তবে লবকুশ রামলীলা কমিটি স্পষ্ট জানিয়েছে, অভিনেত্রীকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই।

কমিটির সভাপতি অর্জুন কুমার বলেছেন, “সমাজ যদি পুরুষদের দ্বিতীয় সুযোগ দিতে পারে, তা হলে নারীদের ক্ষেত্রে কেন নয়? আমরা নারীশক্তির সম্মান করি। পুনম একটি ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন, তার মধ্যেও ‘মর্যাদা’ থাকবে। এতে খারাপের বদলে ভাল বার্তাই ছড়াবে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘যদি একজন দস্যু সাংসদ হতে পারেন, তবে পুনম কেন মন্দোদরীর চরিত্রে অভিনয় করতে পারবেন না? রাবণ যদি আর্য বব্বর করতে পারেন, তবে পুনমকেও সুযোগ দেওয়া উচিত।’

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পর কাপড় খুলে ফেলবেন বলে বিতর্কে জড়ান পুনম। ২০১৭ সালে চালু করা তাঁর নিজস্ব অ্যাপ ‘স্পষ্ট কনটেন্ট’-এর কারণে গুগল ব্যান করে দেয়। ২০২৪ সালে তার টিম মিথ্যে প্রচার চালিয়েছিল যে অভিনেত্রী জরায়ুমুখের ক্যান্সারে মারা গিয়েছেন, পরে জানানো হয় এটি সচেতনতা বৃদ্ধির প্রচার অভিযান ছিল। এই ঘটনা নিয়েও প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সব মিলিয়ে দিল্লির রামলীলায় পুনম পাণ্ডের অংশগ্রহণকে ঘিরে প্রবল বিতর্ক তৈরি হলেও আয়োজকরা যে পিছিয়ে আসতে রাজি নন, তা পরিষ্কার করে দিয়েছে লবকুশ কমিটি।

এমবি/এসআর