দুই বছরের ব্যবধানে দুই সন্তানের মা, অভিনয় ছাড়ছেন ইলিয়ানা?

Sep 14, 2025 - 16:13
 0  2
দুই বছরের ব্যবধানে দুই সন্তানের মা, অভিনয় ছাড়ছেন ইলিয়ানা?

নিজস্ব প্রতিবেদক: বছর দুয়েক আগেই মা হয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ। সেসময় মুম্বাই ছেড়ে চলে যান অভিনেত্রী। গেল বছর মুক্তি পায় তার দুটি ছবি কিন্তু সেগুলো মুখ থুবড়ে পড়ে। এরপরই প্রশ্ন উঠে, তবে কি অভিনয় ছাড়ছেন অভিনেত্রী?

এরমধ্যে চলতি বছরেই আবার মা হন ইলিয়ানা।

দুই বছরের ব্যবধানে অভিনেত্রী এখন দুই সন্তানের মা। বলিউডে যখন এমনই জল্পনা, তখন সবার সব প্রশ্নের উত্তর নিয়ে প্রকাশ্যে ইলিয়ানা।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তার দ্বিতীয় মাতৃত্ব নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই জানিয়েছেন, দ্বিতীয় মাতৃত্ব সত্যিই কঠিন ছিল তার কাছে।

ইলিয়ানার কথায়, যখন সব ঠিক হচ্ছে, আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখনই জানতে পারছেন, আপনি দ্বিতীয় বার মা হতে চলেছেন! বিষয়টি সত্যিই মনের উপরে চাপ সৃষ্টি করে।

তার দাবি, প্রথম মাতৃত্বের প্রাথমিক ধাক্কা সামলাতে বেশ সময় লাগে। যদিও প্রথম বার ‘মা’ হওয়ার অনুভূতি বর্ণনা করা যায় না। আনন্দ, ভয়, উদ্বেগ, উত্তেজনা— মিলেমিশে একাকার।

সেই অনুভূতি সামলে সন্তানের জন্ম দেওয়া, তাকে আগলে রাখার ধকল রয়েছে। সেই পর্ব মিটিয়ে যখন আপনি ছন্দে ফেরার চেষ্টা করছেন তখনই শরীর জানান দিচ্ছেন, দ্বিতীয় বারের প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে!

ইলিয়ানা তাই মুম্বাই থেকে দূরে। স্বামী মাইকেল ডোলান এবং দুই সন্তানকে নিয়ে নিভৃতাবাসে। কথায় কথায় জানিয়েছেন, চেনা শহর, বন্ধুদের অভাব প্রতি পদে অনুভব করছেন। 

‘মন খুলে কথা বলার লোক নেই’, বলেছেন অভিনেত্রী।

অতীত তার সামনে এসে দাঁড়াচ্ছে বার বার। অভিনয় থেকে দূরত্ব মন খারাপ বাড়িয়ে দিচ্ছে তার। প্রতি পদে মনে হচ্ছে, সন্তান একা মানুষ করা সম্ভব নয়। অনেকের উপস্থিতি এখানে প্রয়োজন। 

তবে অভিনয়ে ফেরা নিয়ে কিছু বলেন নি ইলিয়ানা। আপাতত দুই সন্তান নিয়েই ব্যস্ত।

এমবি/এসআর