চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করেই ফিরলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় চাল বিতরণ না করেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Sep 19, 2025 - 15:13
 0  2
চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করেই ফিরলেন ইউএনও
ছবি, সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় চাল বিতরণ না করেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পূর্ব ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বিতরণকৃত কিছু চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেলে ইউএনও বিব্রতবোধ করেন। পরে চাল বিতরণ না করেই স্থান ত্যাগ করেন। এতে করে লাইনে অপেক্ষাকৃত দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে, তারা অনেকেই চাল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।এ বিষয়ে পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, কিন্তু বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কি না তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।
এমবি এইচআর