টঙ্গীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার আর্চারি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে সাতজন আহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

Sep 19, 2025 - 17:07
 0  1
টঙ্গীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার আর্চারি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে সাতজন আহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

আহত সাতজনের মধ্যে গুরুতর দুজনকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। তারা হলেন টঙ্গীর পাগার এলাকার তাইজুল ইসলামের ছেলে আলী হোসেন (২৫) ও পূবাইলের মাঝুখান এলাকার আইযুব আলীর ছেলে আমিনুল ইসলাম (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার আর্চারি স্টেডিয়ামে স্থানীয় কালার ক্রিয়েশন লিমিটেড এবং এ এম ফ্যাশন লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘ফুটবল খেলা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে।

এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমবি এইচআর