৯/১১ হামলার আগেই বিষয়টি জানতেন ইসরায়েলি গোয়েন্দারা: টাকার কার্লসন

Sep 12, 2025 - 10:58
 0  2
৯/১১ হামলার আগেই বিষয়টি জানতেন ইসরায়েলি গোয়েন্দারা: টাকার কার্লসন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন, ৯/১১ হামলার আগে ইসরায়েলি গোয়েন্দারা এ বিষয়ে আগাম তথ্য জানতেন। তার আসন্ন ধারাবাহিক প্রামাণ্যচিত্রে এই বিষয়টি এবং আরও কিছু দীর্ঘ লুকানো তথ্য প্রকাশ করা হবে।
 
কার্লসন স্থানীয় সময় মঙ্গলবার পিয়ার্স মরগানের অনুষ্ঠান আনসেন্সরড নিউজে অংশ নিয়ে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলি নেতৃত্ব কখনোই হামলার প্রতি তাদের মনোভাব লুকায়নি এবং তারা বিশ্বাস করেছিল এমন হামলা মার্কিন-ইসরায়েল সম্পর্ককে আরও দৃঢ় করবে। তিনি জোর দিয়ে বলেন, তিনি কোনোভাবে 'ইহুদিরা এটি করেছেন' এমন দাবি করছেন না।

তিনি উল্লেখ করেন, ২০০২ সালে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ৯/১১ হামলা যুক্তরাষ্ট্রকে এমন একটি সংঘাতে যুক্ত করেছে যা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ।

কার্লসন 'ইসরায়েলি আর্ট স্টুডেন্টস' কাণ্ডের কথাও উল্লেখ করেছেন। এসব শিক্ষার্থী আসলে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত ছিলেন এবং হামলার আগে ৯/১১-এর দৃশ্য ধারণ করছিলেন, যা হামলার পূর্বজ্ঞান প্রকাশ করতে পারে। 

২০০২ সালে মার্কিন কংগ্রেসে দেয়া নেতানিয়াহুর সাক্ষ্যকে ঘিরে কার্লসন এমর মন্তব্য করেন। কংগ্রেসে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধে যেতে গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো ‘বোমা মেরে বাধ্য করতে হয়’। তিনি ৯/১১ হামলার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পার্ল হারবারে জাপানি হামলার তুলনা করেছিলেন।

রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার কার্লসন বহুল আলোচিত ‘ইসরায়েলি আর্ট স্টুডেন্টস’ এর বিষয়ও উল্লেখ করেন। তিনি দাবি করেন, এ বিষয়ে জনসাধারণ খুব কম জানেন এবং এ সংক্রান্ত বেশির ভাগ প্রতিবেদন, নথিপত্র খায়েব হয়ে গেছে।

এমবি/এসআর