সমালোচনা কখনোই আমাকে আটকে রাখতে পারবে না : তানজিয়া মিথিলা

নিজস্ব প্রতিবেদক: কোনো রকম প্রচারণা ছাড়াই ঘোষণার চার দিনের মাথায় অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ চূড়ান্ত আয়োজন। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, এবারের আসরে বিজয়ীর মুকুট জিতেছেন মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা।
‘কাস্টিং কল’-এর ঘোষণা দেবার চার দিন পরই চূড়ান্ত আয়োজন এবং বিজয়ী চূড়ান্ত; যা নিয়ে অন্তর্জালে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, সেই সঙ্গে উঠেছে সমালোচনাও।
আয়োজকেরা তাদের অবস্থান পরিষ্কার করলেও একই আয়োজনে দ্বিতীয়বার মিথিলার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সব দিকনির্দেশনা মেনেই তারা পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা ও ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন। ২০২০ সালে মিথিলা জাতীয় পর্যায়ে এ খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ বিধি-নিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
এবারের আসরে বিজয়ী হয়ে বেশ উচ্ছ্বসিত মিথিলা।
তিনি আরো বলেন, ‘বলতে পারেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। গত ৫ বছর ধরে এটার জন্য এফোর্ট দিচ্ছিলাম। এর মধ্যে অনেক কাজ করলেও আমার মূল ফোকাস ছিল শুধু এটাতে। আগেরবার যখন বিজয়ী হয়েছিলাম তখন বিশ্বমঞ্চে যেতে পারিনি, কিন্তু এখন সেই সুযোগটা পেয়েছি আমি। আমার দেশকে সুন্দরভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চাই এবং আন্তর্জাতিক মঞ্চেও বিজয়ী হয়ে ফিরতে চাই।
একই আয়োজনে দুইবার বিজয়ী হওয়া নিয়ে যে সমালোচনার সৃষ্টি হয়েছে তা নিয়েও মন্তব্য করেছেন মিথিলা। তার ভাষ্যে, ‘এখন তো পান থেকে চুন খসলেই সমালোচনা হয়। এসব কখনোই আমাকে আটকে রাখতে পারবে না। শুধু এটুকুই বলব, একদম সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি বিজয়ী হয়েছি, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন শুধু আমার মূল লক্ষ্য যেটা গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, সেটাতেই ফোকাস করছি। সমালোচনা নিয়ে মাথা ঘামাতে চাই না।’
আগামী অক্টোবরে কর্মশালায় অংশ নিয়ে এরপর নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশ থেকে লড়বেন মিথিলা।