২২ গজে লড়াইয়ের আগে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, বাড়ছে উত্তেজনা

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণের একদিন আগে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়।

Sep 21, 2025 - 14:46
 0  2
২২ গজে লড়াইয়ের আগে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, বাড়ছে উত্তেজনা
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণের একদিন আগে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। ফ্রি প্রেস জার্নাল

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা প্রথমে ছোট অস্ত্র দিয়ে চার রাউন্ড গুলি ছোড়ে। জবাবে ভারতীয় সেনারা প্রায় ২০ রাউন্ড পাল্টা গুলি চালায়। এই গোলাগুলি প্রায় এক ঘণ্টা ধরে চলে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, ঘটনাটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে ধরা হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে এখনো ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

এর আগে চলতি মাসের ১ সেপ্টেম্বরও পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ঠিক তার আগেরদিন সীমান্তে গোলাগুলির ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

এমবি এইচআর