বলিউডের সিরিজে আরিফিন শুভ, প্রথম ঝলক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। যে সিরিজে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটেছে।
ভারতের জনপ্রিয় প্ল্যাটফরম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে শুভকেও। ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন আরিফিন শুভ।
প্রথমবারের মতো বলিউডের কোনো সিরিজে শুভ।
এদিকে, সিরিজটিতে শুভর লুক প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক। বলিউডে পা রাখলেন শুভ, এটা তার ভক্তদের জন্যও দারুণ এক সুখবর। এখন সিরিজটির পূর্ণাঙ্গ একক টিজার প্রকাশের অপেক্ষায় ভক্তরা। তাতেই বোঝা যাবে, বলিউডে শুভর ম্যাজিক কতটা খাটতে যাচ্ছে।