যার উষ্ণতার কাছে হার মানেন বলিউড অভিনেত্রীরাও!

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ের অন্যতম আবেদনময়ী মডেল সোফিয়া আনসারি। নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উষ্ণতার পারদ ছড়িয়ে যাচ্ছেন নিজের রূপ-সৌন্দর্যে। ইনস্টাগ্রামেই তার দেড় কোটির বেশি অনুসারী।
উরফি জাভেদের মতো পোশাক নিয়ে আলোচনায় না থাকলেও সেক্স সিম্বল হিসেবে বলিউডের নামিদামি অভিনেত্রীকেও হার মানান সোফিয়া। পিঠ ছাপানো খোলা চুলে, কিংবা স্বল্প পোশাকে, কখনো কখনো চোখের তীব্র চাউনিতে উষ্ণতার পারদ ছড়াতে তার জুড়ি মেলা ভার! ছোট পোশাক পরে তার নাচের ভিডিও ঝড় তোলে নেটিজেনদের মনে। তাই ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা টেক্কা দিতে পারে বাঘা বাঘা তারকাদের।
এই মডেলের মোহময়ী রূপে ঘায়েল হয়ে যান পুরুষ অনুরাগীরা। ঘরোয়া রাতপোশাকে ভিডিও করে কিংবা ছবি তুলে পোস্ট করতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। অর্ধ অনাবৃত শরীরের জাদুতে বুঁদ রেখে দেন ভক্তদের। নিন্দুকরা যদিও বলেন, ওই শরীরই হলো সোফিয়ার ইউএসপি।
গুজরাতের কন্যা সোফিয়া বয়স ১৮ হতে না হতেই ভাগ্য অন্বেষণে তৎপর হয়েছিলেন। ১০ বছরের বেশি পশ্চিমবঙ্গে ছিলেন বলেও জানা যায়। ইউটিউব ভিডিও এবং রিলের মতো কনটেন্ট বানিয়েই শেষমেশ তাঁর ভাগ্য ফেরে। ২০১৩ সালে নিজের নামেই ইউটিউব চ্যানেল খুলেছিলেন সোফিয়া আনসারি।