অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, রেগে আগুন হলেন অভিনেত্রী

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরে মতই কৌতূহল থাকে অনুরাগীদের। তবে কেউ সহজভাবে উত্তর দেন, আবার কেউ এড়িয়ে যান; আর কেউ প্রশ্নে বিরক্তও হয়ে ওঠেন। এবার অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্নের মুখে পড়ায় রীতিমতো রেগেই গেলেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে

Sep 5, 2025 - 16:09
 0  2
অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, রেগে আগুন হলেন অভিনেত্রী
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে মজা করে নিজেই জানিয়েছিলেন, তিনি নাকি অন্তঃসত্ত্বা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান প্রসঙ্গ উঠতেই রেগে যান ‘পবিত্র রিশ্‌তা’খ্যাত এই তারকা।

অঙ্কিতাকে প্রশ্ন করা হয়, কবে তিনি মা হতে চলেছেন? তখনই মেজাজ হারিয়ে তিনি বলেন, “আমি সত্যি বলছি, এই প্রশ্নটা এখন খুব একঘেয়ে লাগে। আমাকে এসব জিজ্ঞেস করবেন না। যেদিন হবে, আমি নিজেই বলে দেব।” 

অভিনেত্রী বলেন, “এবার থেকে এই অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নগুলো আমি গ্রহণই করব না। এই ধরনের প্রশ্নগুলি খুবই বাড়াবাড়ি মনে হয়। এই সব শুনলে মা-বাবা হওয়ার চাপ বেড়ে যায়।”

কয়েক মাস আগে ছোটপর্দার একটি রিয়্যালিটি শোয় এ গিয়েছিলেন অঙ্কিতা ও তার স্বামী ভিকি। সেই অনুষ্ঠানে দৌড়ানোর মুহূর্তে অঙ্কিতা বলেছিলেন, “আমি দৌড়াতে পারব না, আমি অন্তঃসত্ত্বা।” এই কথা শুনে সকলেই খানিক চমকে যায়। অভিনেত্রীর কাছে সত্য জানতে চাওয়া হলে দ্বিতীয় বার আর মুখ খোলেননি সেদিন। তারপর থেকেই অঙ্কিতা কবে মা হচ্ছেন, তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

এমবি এইচআর