অভিনয়ে আগ্রহী মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করতেন এই অভিনেত্রী!
বিস্ফোরক অভিযোগ উঠল ভারতের বাঙালি অভিনেত্রী আনুশকাহন দাসের বিরুদ্ধে। ভারতের থানে থেকে দেহ ব্যবসা চালানোর অভিযোগে আটক করা হয়েছে অভিনেত্রীকে।

নিজস্ব প্রতিবেদক: বিস্ফোরক অভিযোগ উঠল ভারতের বাঙালি অভিনেত্রী আনুশকাহন দাসের বিরুদ্ধে। ভারতের থানে থেকে দেহ ব্যবসা চালানোর অভিযোগে আটক করা হয়েছে অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে তাঁর পরিচয় হিসেবে লেখা অভিনেত্রী, মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর। বলিউডে নৃত্যশিল্পী হিসাবেও কাজ করেন বলে নিজের বায়োতে লিখেছেন আনুশকা, পরিচয় দিয়েছেন ‘মুন’ দাস নামে।
বাংলা ছবিতেও কাজ করার ইতিহাস রয়েছে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর। লোফার ছবিতে বাংলায় কাজ করেছেন তিনি। লিশের অভিযোগ, অভিনয় করতে চান এমন নারীদের দেহ ব্যবসার দিকে ঠেলে দিতেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন অফিসার ছদ্মবেশে গ্রাহক হিসাবে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। টাকা আদান-প্রদানের সময় হাতেনাতে ধরা হয় আনুশকাকে।
পুলিশ কর্মকর্তা মদন বল্লাল জানিয়েছেন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরো দুই নায়িকাকে। দুজনই বাংলা সিরিয়াল এবং বাংলা ছবিতে কর্মরত বলে দাবি করেছেন তিনি। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে নানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩(৩) ধারায় মামলা করা হয়েছে। মানব পাচারের অভিযোগেও দায়ের হয়েছে মামলা।
এমবি এইচআর