প্রাক্তনদের নিয়ে মুখ খুললেন তামান্না

Aug 30, 2025 - 22:10
 0  4
প্রাক্তনদের নিয়ে মুখ খুললেন তামান্না

নিজস্ব প্রতিবেদক: বিজয় বর্মার সঙ্গে চুটিয়ে প্রেম, এরপর বিচ্ছেদের খবরে বারবারই শিরোনাম হয়েছেন তামান্না ভাটিয়া। যদিও বিজয়ের আগেও তার কয়েকটি সম্পর্ক ছিল। অভিনেত্রীর মতে, তার জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিলেন।

সর্বশেষ টানা দু’বছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তামান্না।

‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল। সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন। সেই সম্পর্কটা হুট করেই ভেঙে যায়।

শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চাইলেও রাজি হননি অভিনেতা। যার জেরে আলাদা হয়ে যান তারা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনো কথা বলেননি এখনো।

Purple Perfection: Tamannaah Bhatia Stuns in Style | Purple Perfection:  Tamannaah Bhatia Stuns in Style

সম্প্রতি এক অনুষ্ঠানে তার জীবনে আসা পুরুষদের প্রসঙ্গ তুলে তামান্না বলেন, “আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি।

এই পুরুষদের থেকে আমি নানাভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই নারীরা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটা তাদের নিজেদেরকে বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়। সেই আয়নার কাজ করেন এই পুরুষরা। তারাই আপনাকে দেখাবে, আপনি কতটা শক্তিশালী।
আমি এটাই বিশ্বাস করি।”

কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গেও কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুতভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। কারণ, আমাদের এভাবেই শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম! কিন্তু এটা তো জীবনেরই অঙ্গ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।”

শোনা যায়, তামান্নার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে বিজয় বর্মার জীবনে এসেছেন আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ফাতিমার সঙ্গে আবার সুসম্পর্ক তামান্নারও। যদিও কেউই এই বিষয়ে এখনো মুখ খোলেননি।

এমবি/এসআর