স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অটোচালকের, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন মো. ইব্রাহীম নামের এক অটোরিকশাচালক।

Aug 30, 2025 - 17:10
 0  4
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অটোচালকের, অতঃপর...

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন মো. ইব্রাহীম নামের এক অটোরিকশাচালক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী কোচিং শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে অভিযুক্ত যুবক মো. ইব্রাহীম রাস্তায় অশালীন কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে তিনি ভুক্তভোগীকে শ্লীলতাহানির চেষ্টা করলে প্রতিবাদ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। ভুক্তভোগীর বক্তব্য শোনার পর আসামিকে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, আইন নিজের হাতে তোলা যাবে না। এমন অপরাধে কেউ জড়িত হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিতে হবে। আমরা দ্রুত ব্যবস্থা নেব। সমাজ থেকে ইভটিজিং দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন।

এমবি/টিআই