একটি গোষ্ঠী নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে : উপদেষ্টা সাখাওয়াত হোসেন

আদালতের রায় যাচাইয়ের পর কক্সবাজারের বহুল আলোচিত বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হবে। এক প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন একথা বলেন।

Aug 30, 2025 - 16:02
 0  2
একটি গোষ্ঠী নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে : উপদেষ্টা সাখাওয়াত হোসেন
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, একটি গোষ্ঠী নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এটি আন্তঃরাষ্ট্রীয় বিষয় নয়।

তিনি বলেন, কক্সবাজারের বহুল আলোচিত বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হবে আদালতের রায় যাচাইয়ের পর। ইতোমধ্যে অনেক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং বাকীগুলোও চিহ্নিতকরণের কাজ চলছে।

 

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। এর আগে তিনি বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্ত করণ সভায় অংশগ্রহণ করেন। সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমদ মোস্তফা, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় এক প্রশ্নের উত্তরে বস্ত্র ও পাট এবং নৌপরিবহণ উপদেষ্টা বলেন, নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা এখন আন্ত: রাষ্ট্রীয় বলা যাবেনা। যেহেতু এই ঘটনা একটি গোষ্ঠী দ্বারা সংঘটিত হচ্ছে। তারা জেলেদের মালামাল এবং টাকা-পয়সাও নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। ব্রিফিং শেষে উপদেষ্টা বাঁকখালী নদীর রাবারড্র‍্যাম পরিদর্শন করেন।

এমবি এইচআর