লক্ষ্মীপুরে বিএনপির কমিটি নির্বাচন নিয়ে সংঘর্ষ, প্রিজাইডিং অফিসারসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস কাশেমকে ব্যাপক মারধর করা হয়েছে। এ ঘটনার জের ধরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৫ বিএনপি নেতাকর্মী।
শনিবার সন্ধা ৬টায় লামচর ইউনিয়নের বেড়িবাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি মাদরাসায় পূর্ব নির্ধারিত ইউনিয়ন বিএনপির কমিটির নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি জাফর আহম্মদ পাটোয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুক ইসলাম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস কাশেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ও উপজেলা বিএনপির সাবেক সহ–সভাপতি সাহাব উদ্দিন তুর্কী বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ফলাফল ঘোষণার পর এ ধরনের ঘটনা দলকে বিভাজিত করবে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বলেন, ‘তাঁকে (উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস কাশেম) হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সাধারণ সম্পাদক পদে পরাজীত প্রার্থীর সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে।’
কেন্দ্রীয় ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমি উক্ত নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম। এমন ঘটনায় আমরা লজ্জিত। এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’