ড. ইউনূসের উপদেষ্টা পরিষদে ঝানু রাজনৈতিক বিশ্লেষক নেই : পিনাকী ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের উপদেষ্টা পরিষদে রাজনৈতিক বিশ্লেষক নেওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘উনার উপদেষ্টা পরিষদে ঝানু রাজনৈতিক উপদেষ্টা বা পলিটিক্যাল এলিমেন্ট নেই।

Aug 30, 2025 - 20:15
 0  2
ড. ইউনূসের উপদেষ্টা পরিষদে ঝানু রাজনৈতিক বিশ্লেষক নেই : পিনাকী ভট্টাচার্য
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের উপদেষ্টা পরিষদে রাজনৈতিক বিশ্লেষক নেওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘উনার উপদেষ্টা পরিষদে ঝানু রাজনৈতিক উপদেষ্টা বা পলিটিক্যাল এলিমেন্ট নেই। উপদেষ্টা পরিষদের এই অসম্পূর্ণতা ২০২৪-এর বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ ফল্ট লাইন। পলিটিক্যাল অ্যাডভাইজার এখনো নেওয়া যায়।টাইম শেষ হয়নি।’

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

পোস্টে পিনাকী লেখেন, ‘প্রফেসর ইউনূসের এক বা একাধিক পলিটিক্যাল অ্যাডভাইজার থাকা উচিত ছিল। উনার উপদেষ্টা পরিষদেও ঝানু পলিটিক্যাল অ্যানালিস্ট বা পলিটিক্যাল এলিমেন্ট নেই।

উপদেষ্টা পরিষদের এই অসম্পূর্ণতা ২০২৪-এর বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ ফল্ট লাইন। এখন প্রশ্ন উঠতে পারে, এই পলিটিক্যাল অ্যাডভাইজার কে কে হতে পারতেন? একজন না, কয়েকজন, যারা ডিফারেন্ট প্যারাডাইমের লোক। নানা এমনকি, ভিন্ন মতের লোক। তারা তাদের অ্যানালাইসিস তার প্যারাডাইমের চিন্তা থেকেই দিতেন।
প্রফেসর ইউনূস বেছে নিতেন কোন সিদ্ধান্তটা তিনি প্রয়োগ করবেন। একেজন পলিটিক্যাল অ্যাডভাইজার একেক অ্যাঙ্গেল থেকে তার অ্যানালাইসিস দিতেন।’

তিনি লেখেন, ‘রাজনীতিটা এই রকমই। এর কোনো একক সত্য নেই। সবাই তার নিজের অ্যাঙ্গেল থেকে বিচার করে একটা স্ট্যান্ড নেন।

আমার প্রস্তাবিত এই পলিটিক্যাল অ্যাডভাইজারদের এক্সিকিউটিভ পাওয়ার থাকত না। কিন্তু নানা বিষয়ে তাদের পলিটিক্যাল অ্যানালাইসিস আর সাজেশন দিতেন। যেমন ধরেন, অনেকের মধ্যে একজন হতেই পারতেন গৌতম দাস, উনি ছাড়াও আরো অনেকে আছেন, আমি ইচ্ছা করেই নাম বললাম না। গৌতমদার নাম প্রথমে উপদেষ্টা হিসেবে প্রস্তাব করাও হইছিল।’

পিনাকী আরো লেখেন, ‘হিন্দু সম্প্রদায় থেকে আসা একজন দারুণ উপদেষ্টা হইতে পারতেন গৌতমদা। ইনফ্যাক্ট গৌতমদার নামের প্রস্তাব আসছিল বিএনপির কাছে থিকাই (থেকে)। প্রফেসর ইউনূস বাইছ্যা নিলেন উনার স্ত্রীর চিকিৎসক ডাক্তার বিধানকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অনেকগুলো কারণের মধ্যে একটা অবশ্যই প্রফেসর ইউনূসের রাজনৈতিক অপরিপক্বতা যেইটা প্রফেসর ইউনূস কখনো একনলেইজ করেন নাই। এই পলিটিক্যাল অ্যাডভাইজার এখনো নেওয়া যায়। টাইম শেষ হইয়া যায় নাই।’

এমবি এইচআর