নির্বাচনকে বিলম্বিত করতেই পিআরের দাবিতে আন্দোলনকারীরা নেমেছে: মির্জা ফখরুল

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবিতে আন্দোলনকারীরা মূলত নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Oct 12, 2025 - 20:42
 0  2
নির্বাচনকে বিলম্বিত করতেই পিআরের দাবিতে আন্দোলনকারীরা নেমেছে: মির্জা ফখরুল
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবিতে আন্দোলনকারীরা মূলত নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই পিআর পদ্ধতির দাবি তুলেছে। এই পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণ তো বটেই, অনেক সংসদ সদস্যও ভালোভাবে জানেন না। এমনকি যারা সংস্কার কমিশনে রয়েছেন, তারাও এটি প্রস্তাব করেননি।

তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিই দেখতে চাই। জনগণও চায় দ্রুত নির্বাচন হোক এবং দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক। রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয়, তবে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হোক—এটাই জনগণের প্রত্যাশা।

বিএনপি মহাসচিব বলেন, এখন সবার দায়িত্ব হলো বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। কিছু মানুষ ১৯৭১ সালের ইতিহাস ভুলিয়ে দিতে চায়, কিন্তু মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। সেই চেতনা থেকেই নতুন রাষ্ট্র গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

এমবি এইচআর