তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচনী মাঠে সরাসরি নেতৃত্ব দেবেন: আমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।

Oct 13, 2025 - 15:49
 0  1
তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচনী মাঠে সরাসরি নেতৃত্ব দেবেন: আমান
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন এবং সরাসরি প্রচারণায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের ভবিষ্যদ্বাণী এখন বাস্তবে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন, ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে।’ আজ সেই কথাই সত্য প্রমাণিত হয়েছে।

কোনো দলের নাম উল্লেখ না করে আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একটি দল চক্রান্তে লিপ্ত। স্বাধীনতার সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত, তারা এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে নির্বাচন বন্ধ করা যাবে না— জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে নানা বাধা ও অপপ্রচার চললেও জিয়া পরিবার ও বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে— গণতন্ত্র ও ভোটের অধিকারের লড়াইয়ে।

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডেমোক্র্যাটিক লীগের সহসভাপতি মাহবুব আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

এমবি এইচআর