ইমরান খান-রেখার অসম্পূর্ণ প্রেম, যে কারণে বিয়ে হয়নি দুজনের

নিজস্ব প্রতিবেদক: বলিউডের ইতিহাসে রেখা এমন এক নাম, যিনি শুধু তাঁর অভিনয়গুণেই নয়, রহস্যময় ব্যক্তিজীবনের জন্যও বারবার আলোচনায় এসেছেন। পর্দায় তিনি অপ্রতিরোধ্য। অন্যদিকে তাঁর ব্যক্তিগত জীবন ততটাই রঙিন ও বিতর্কিত। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু— সব মিলিয়ে তাঁর জীবন যেন সিনেমার মতোই নাটকীয়।
বলা বাহুল্য, তখন ইমরানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ভারতেও তার ভক্তের সংখ্যা ছিল অগণিত। সেখানে গেলেই দেখা যেত, কখনো পার্টিতে, কখনো কোনো বিশেষ অনুষ্ঠানে।
শোনা যায়, অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন এই ক্রিকেটারকে! এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।
তাদের ঘনিষ্ঠতা নিয়ে যত আলোচনা হোক, পত্রপত্রিকায় যতই তাদের নিয়ে লেখালেখি হোক, সম্পর্কটা কোনোদিনই আনুষ্ঠানিক পথে গড়ায়নি। বিয়ে তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও দেননি কেউ। তবু তাদের নাম জড়িয়ে থাকা সেই অধ্যায় আজও বলিউড আর ক্রিকেট দুনিয়ায় রয়ে গেছে এক ‘অজানা কাহিনি’ হয়ে। গসিপের পাতায় যখনই ফিরে আসে, দর্শকের কৌতূহল আবারও জেগে ওঠে তাদের ঘিরে।