মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক: তারকার বিয়ে সম্পন্ন হওয়ার পরই অনুরাগীদের কৌতূহল থাকে, কোথায় হানিমুনে যাচ্ছেন তারা। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি জানিয়েছেন, আগামী মাসে নতুন বরের সঙ্গে মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাবেন।
ফারিয়া গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফা-য় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তার আগেই হানিমুনের জন্য তারা মালদ্বীপকে বেছে নিয়েছেন।
এর আগে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের ১ বছর পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার আরও একবার নতুন জীবন শুরু করলেন তিনি।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে শবনম ফারিয়া জনপ্রিয়তা নিয়ে পা রেখেছিলেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়।
এমবি/এসআর