প্রয়োজনে বিসিবি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

Sep 22, 2025 - 11:23
 0  2
প্রয়োজনে বিসিবি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় ‘বাড়াবাড়ি’ হলে প্রয়োজনে বিসিবি কার্যালয় ঘেরাও করা হবে।

রোববার ঢাকায় জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ের খেলোয়াড় ও সংগঠকদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন তিনি। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন।

ইশরাক বলেন, ‘বর্তমান সরকার একটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিকভাবে বিষয়গুলোতে জড়িয়ে নিজেদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এভাবে কখনো শান্তিপূর্ণ সমাধান আসবে না। আমরা চাই না, বিসিবি নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হোক।’

তিনি আরও যোগ করেন, ‘গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে হবে। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরা মনোনীত হোন। যদি তা না হয়, এবং মনোনয়ন প্রক্রিয়ায় অন্যায় চাপ সৃষ্টি করা হয়, তবে আমাদের একটাই পথ থাকবে—বিসিবি ঘেরাও।’

সাম্প্রতিক সময়ে বিসিবি ভবনের সামনে নানা দাবিতে বিক্ষোভ ও কর্মসূচি দেখা গেছে—কখনো ম্যাচের টিকিট নিয়ে, আবার কখনো সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার দাবিতে। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন, কারণ সরাসরি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করেই উঠেছে এ ঘেরাওয়ের হুমকি।

এমবি/এসআর