যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডা-পর্তুগালের স্বীকৃতিতে উচ্ছ্বসিত গাজাবাসী

Sep 22, 2025 - 12:14
 0  2
যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডা-পর্তুগালের স্বীকৃতিতে উচ্ছ্বসিত গাজাবাসী

নিজস্ব প্রতিবেদক:  ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া , কানাডা ও পর্তুগাল । রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় একইসঙ্গে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেয় পশ্চিমা বিশ্বের শক্তিধর এ তিন দেশ।

এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষ। তাদের আশা, এরমাধ্যমে এক সময় নিজস্ব দেশ পাবে তারা এবং গাজায় দখলদার ইসরায়েলের চলমান বর্বর যুদ্ধ বন্ধ হবে।

উচ্ছ্বাসকার প্রকাশকারীদের একজন হলে ৬২ বছর বয়সী ক্যানসার রোগী আইদা আল-সাফাদি। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, “আমি অনেক খুশি। আমার মনে হচ্ছে একটি দেশ হিসেবে এটি আমাদের জন্য একটি নতুন শুরু হবে। যেটি একদিন তার সার্বভৌমত্ব ফিরে পাবে।”

তার মেয়ের জামাই আব্দুল্লাহ আবু রাবি বলেছেন, “এই খবরের জন্য আমরা ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে অপেক্ষা করছি। এ স্বীকৃতি ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধের চাপ তৈরি করবে।”

তিনি আরও বলেন, “আমাকে বলতে হবে স্বীকৃতির সিদ্ধান্ত এসেছে দেরিতে। তবে আমি বলব স্বীকৃতি না দেওয়ার চেয়ে দেরি ভালো।”

তবে ফিলিস্তিনকে এ তিন দেশের স্বীকৃতি এ মুহূর্তে বাস্তবে কোনো কিছু পরিবর্তন করবে কি না এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ৩০ বছর বয়সী আব্দুল্লাহ আবু রাবি।

তিনি বলেন, “মানুষ এখনো ক্ষুধার্থ থাকছে এবং লড়াই চলছে। দেখা যাক আগামী কয়েকদিনে পরিস্থিতির পরিবর্তন হয় কি না।”

অপরদিকে পশ্চিমতীরের রামাল্লাহতে এ স্বীকৃতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের শঙ্কা, দখলদার ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে পশ্চিমতীরে বর্বরতা বাড়িয়ে দিতে পারে।

সূত্র: বিবিসি

এমবি/এসআর