ব্যাচেলর পয়েন্টে আর দেখা যাবে না শিমুলকে!

Sep 22, 2025 - 15:35
 0  4
ব্যাচেলর পয়েন্টে আর দেখা যাবে না শিমুলকে!

নিজস্ব প্রতিবেদক: ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে। এমনটাই জানা গেল আলোচিত ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্র থেকে। আলোচিত এই ধারাবাহিককে নতুন মাত্রা দিয়েছিলেন শিমুল। শিমুলের এই অনুপস্থিতিতে ব্যাচেলর পয়েন্ট তার ধারাবাহিকতা কতটা অব্যাহত রাখতে পারবে- সেটা এখন প্রশ্ন।

তবে শিমুল কেন থাকছেন না ব্যাচেলর পয়েন্টে- সেটা জানা যায়নি। এ বিষয়ে শিমুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। তবে এই ধারাবাহিকের একজন শিল্পী নিশ্চিত করেছেন শিমুল থাকছেন না। তবে সেটা একেবারে স্থায়ী নাকি সাময়িক তা তিনি নিশ্চিত করেননি।

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমির কণ্ঠেও একই সুর পাওয়া গেল। বলছেন, “গত আটবছর ‘ব্যাচেলর পয়েন্ট’ তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে গল্প এগিয়ে চলছে। এখানে অনেকে আসবে আবার যাবে, অনেক নতুন চরিত্র তৈরি হবে এটাই স্বাভাবিক। সম্পূর্ণটা নির্ভর করে গল্পের ওপর।

এখানে কাউকে জোর করে সরিয়ে দেওয়া বা যোগ করার সুযোগ নেই। গল্প প্রয়োজন মনে করলে এখানে যে কেউ ফ্রন্টলাইনে চলে আসে।”

কিছুদিন আগেই ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ শুরু হয়েছে। এই যাত্রা শুরুর আয়োজনেও শিমুল ছিলেন যথেষ্ঠ ঝলমলে। তাঁর এই আকস্মিক চলে যাওয়াকে অনেকে দুর্ঘটনাই মনে করছেন।

নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পেয়েছিলেন শিমুল। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। 

আট বছর আগে ছোট পরিসরে শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচারের পর এই সিরিয়ালটি তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এ কারণে প্রতিটি সিজনই নির্মাতা অমি চ্যালেঞ্জ নিয়ে সাফল্য পেয়েছেন।

এমবি/এসআর