ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, যেসব দেশে হানতে পারে আঘাত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার পানি, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া ও বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ার সতর্কর্তা দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। প্রস্তুতির জন্য মানুষের হাতে সময়ও থাকছে খুব কম।

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার পানি, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া ও বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ার সতর্কর্তা দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। প্রস্তুতির জন্য মানুষের হাতে সময়ও থাকছে খুব কম।
শুক্রবার সন্ধ্যায় এনএইচসি এটিকে ‘পটেনশিয়াল ট্রপিক্যাল সাইক্লোন নাইন’ অর্থাৎ, সম্ভাব্য ক্রান্তীয় ঘূর্ণিঝড় নাইন হিসেবে চিহ্নিত করেছে।
আবহাওয়াবিদরা বলছেন, রোববারের মধ্যেই এটি ট্রপিক্যাল স্টর্ম ইমেলদা-তে রূপ নিতে পারে। ইতোমধ্যে বাহামার কেন্দ্রীয় অংশে ট্রপিক্যাল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, আর উত্তর-পশ্চিম দ্বীপগুলোতেও শনিবার রাত থেকে সতর্কতা বলবৎ হবে।
পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি প্রথমে বাহামার ওপর দিয়ে বয়ে যাবে, এরপর আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে পৌঁছাতে পারে। এ সময় ঝড়টি শক্তি বাড়িয়ে হারিকেনেও রূপ নিতে পারে।
সবচেয়ে বড় ঝুঁকি দেখা দেবে বন্যার পানিতে। ধীরগতির ভারী বর্ষণ উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ মিড-অ্যাটলান্টিক এলাকায় নদী ও খাল দ্রুত উপচে পড়ার কারণ হতে পারে। এমনকি সরাসরি আঘাত না হানলেও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার প্রভাবে জলোচ্ছ্বাস ও প্লাবন দেখা দিতে পারে।
দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার শুক্রবারই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি রাজ্যজুড়ে জরুরি সাড়া-প্রতিক্রিয়া কার্যক্রম সক্রিয় করেছেন এবং সম্ভাব্য ঝড়ো হাওয়া, বন্যার পানি ও জলোচ্ছ্বাস মোকাবিলায় সব সংস্থাকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।
যদি ঝড়ের কেন্দ্রস্থল সরাসরি উপকূলে আঘাত হানে, তবে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে গাছ উপড়ে যাওয়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং ছড়িয়ে-ছিটিয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।
এদিকে আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অঞ্চলে হারিকেন হামবার্টো দ্রুত শক্তি সঞ্চয় করে শুক্রবারই ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবারের মধ্যে এটি ক্যাটাগরি-৫-এ উন্নীত হবে। যদিও এটি যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানবে না, তবে বারমুডায় এর প্রভাব পড়তে পারে।
হামবার্টোর অবস্থান ও আকার ভবিষ্যতের ইমেলদার গতি ও শক্তি বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি উভয় ঝড়ের সৃষ্ট বিশাল ঢেউ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আগামী সপ্তাহে জীবনহানিকর রিপ কারেন্ট বা স্রোতের ঝুঁকি বাড়িয়ে তুলবে।
এমবি এইচআর