নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ
খুলনার বটিয়াঘাটায় সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটায় সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) উপজেলার শান্তিনগর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত সুফিয়া বেগম একাই ওই বাড়িতে থাকতেন। তার ছেলে ও স্বজনরা খুলনা শহরে বসবাস করেন। সকালে স্থানীয়রা বাড়ির উঠানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহতের মাথার পেছনের দিকে ৪টি কোপ দেওয়া হয়েছে। এমনকি তার মুখেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেছেন।
বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এমবি/টিআই