সুন্দরবনে ট্রলারসহ ৭০০ কেজি কাঁকড়া জব্দ

সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

Jul 27, 2025 - 12:46
 0  3
সুন্দরবনে ট্রলারসহ ৭০০ কেজি কাঁকড়া জব্দ

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে আনুমানিক ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এমবি/ টিআই