বৈষম্যবিরোধীর শরীয়তপুরে আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Jul 28, 2025 - 17:57
 0  2
বৈষম্যবিরোধীর শরীয়তপুরে আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। 

তবে কমিটির অন্য কেউ পদত্যাগ করেননি; কেবল আহ্বায়ক পদ থেকে ব্যক্তিগতভাবে সরে দাঁড়িয়েছেন ইমরান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, দায়িত্ব শেষ হলেও আদর্শের সংগ্রাম শেষ নয়, বরং তা নতুন পথচলার সূচনা মাত্র। তিনি আরও উল্লেখ করেন, নেতৃত্ব বদলালেও তিনি আদর্শে অটল থেকে সাধারণ কর্মী হিসেবেই জনগণের পাশে থাকতে চান। সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি সকলের দোয়া কামনা করেন।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে ইমরান বলেন, ‘সারাদেশে বৈষম্যবিরোধী কমিটি স্থগিত করা হচ্ছে, যদিও তা এখনো বিলুপ্ত করা হয়নি। সংগঠন চাইলে ভবিষ্যতে এসব কমিটি পুনরায় সচল করতে পারে। তবে আমার পদত্যাগের মূল কারণ ভিন্ন।’

তিনি অভিযোগ করেন, ‘সারাদেশে বৈষম্যবিরোধী নাম ব্যবহার করে কিছু লোক চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এসব কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও মূল লক্ষ্যকে কলঙ্কিত করছে। তাদের অপকর্মের দায় আমাদের ওপরও এসে পড়ছে, যা মেনে নেওয়া যায় না। আমি শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারব না। তাই এই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

এমবি/ টিআই