ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারি কাজের টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারি কাজের টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (১৭ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারি কাজ করতেন রাকিবুল ইসলাম রাকিব। রোববার দুপুরে তিনি রেজিস্ট্রার ভবনে সেই ‘ঠিকাদারির টাকা’ নিতে যান। পরে উপস্থিত ছাত্ররা তাকে চিনতে পারেন। পরে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাছে হস্তানান্তর করা হয়।
রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রলীগের জয়-লেখক কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমবি এইচআর