‘মঞ্চ ৭১’ এর কর্মসূচির অনুমতি দিলেন, নিরাপত্তা দিলেন না কেন : নিলুফার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, ‘গোয়েন্দা সংস্থা ও পুলিশ
‘মঞ্চ ৭১’ এর কর্মসূচির অনুমতি দিল, অনুমতি দিয়ে তবে রাষ্ট্র কেন তাকে সেভ করতে পারলো না? তাহলে এই দোষের থেকে কখনোই রাষ্ট্র নিজেকে মুক্ত করতে পারে না।’ সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক টকশোতে নিলুফার চৌধুরী মনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, ‘মঞ্চ ৭১’ এর মিটিং করার আগেই সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা যদি চাইত যে, এখানে কোনো দ্বন্দ না হোক, যুদ্ধ না হোক, কোনরকম নোংরামি না হোক; তাহলে কিন্তু প্রথমেই বলতো যে না এই টাইমটা এখন হয় নাই আরো কিছুদিন পরে আপনারা মিটিং করেন। এখন এখানে মিটিংটা করেন না; এটা তো বলতে পারত।
তিনি আরো বলেন, যে রাষ্ট্র ১৩ মাসেএকটা মবকে বন্ধ করতে পারেনি, একটা মবের বিচার করতে পারেনি সেই রাষ্ট্র সামনের নির্বাচনে আরো যদি সমস্যা বাড়ে তখন তারা কি করবে?’
এমবি/এসআর