বেসরকারি ব্যাংকে নিয়োগ, বেতন ৫৫ হাজার টাকা

বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Aug 2, 2025 - 16:15
Aug 2, 2025 - 16:18
 0  3
বেসরকারি ব্যাংকে নিয়োগ, বেতন ৫৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের অন্যতম এই বেসরকারি ব্যাংকটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ব্যাংকটি ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে। এ পদে কতজন নেওয়া হবে, তা নির্ধারিত নয়। গত ৩১ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

  • স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০–এর মধ্যে ৪.০০ পেতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের চমৎকার পারস্পরিক যোগাযোগে দক্ষতা এবং ইংরেজিতে সাবলীলতা থাকতে হবে।

কর্মক্ষেত্র: অফিস।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন: প্রবেশনারি অফিসার পদে বেতন ৫৫ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

এমবি/ টিআই