দুর্নীতির কবল থেকে বিপিএলকে রক্ষা করতে চান বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক: খেলার থেকে ধুলাই বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গাঁয়ে এমন নেতিবাচক তকমাই সেঁটে গেছে এখন। তকমাটা জুটেছে মাঠের খেলার চেয়ে বাইরের নানা বিতর্কিত ঘটনায়। বিশেষ করে গত কয়েক মৌসুম ধরে ফিক্সিংয়ের পোড়া গন্ধে।
খেলাটা থেকে সেই গন্ধ দূর করতেই অ্যালেক্স মার্শালকে দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক করে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের চুক্তিতে আসা মার্শাল আগে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের প্রধান ছিলেন। তাকে নিয়ে খেলাটাকে রক্ষা করতে চান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে এমনটিই জানিয়েছেন আমিনুল।
আপাতত একদিনের জন্য ঢাকায় এসেছেন মার্শাল।