চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালাল ভারত

বুধবার ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে অগ্নি-৫ নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

Aug 21, 2025 - 14:39
 0  2
চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালাল ভারত
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: একটি মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত। দেশটি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র চীনের যেকোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম।

বুধবার (২০ আগস্ট) ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে অগ্নি-৫ নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সাথে কোয়াড নিরাপত্তা জোটের অংশ ভারত। এই নিরাপত্তা জোটকে চীনের মোকাবেলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। চলতি বছরের মে মাসে ভারত অধিকৃত কাশ্মিরে বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করার পর দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় ভারত ও চীন তাদের সম্পর্ক পুনরুদ্ধারে পদক্ষেপ নিয়েছে।

গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেন। ২০১৮ সালের পর মোদি এই মাসেই আঞ্চলিক নিরাপত্তা ব্লক সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে তার প্রথম সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ইতিমধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করার জেরে ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ করায় নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে ২৭ আগস্টের মধ্যে তারা ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।

উল্লেখ্য, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, অগ্নি-৫ সেগুলোর মধ্যে একটি।

এমবি এইচআর