স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরে দুই সন্তান হত্যা করে স্বামীর আত্মহত্যা
স্ত্রীর পরকীয়ার সন্দেহে দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন এক বাবা। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। নিহত ৪১ বছর বয়সী অলপেশভাই একজন স্কুল শিক্ষক ছিলেন। শনিবার (২ আগস্ট) এনডিটিভি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর পরকীয়ার সন্দেহে দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন এক বাবা। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। নিহত ৪১ বছর বয়সী অলপেশভাই একজন স্কুল শিক্ষক ছিলেন। শনিবার (২ আগস্ট) এনডিটিভি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
সুরাটের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) বিজয় সিং গুজর বলেন, ‘অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি তার স্ত্রীর ফোন রিসিভ না করায় তিনি (স্ত্রী) বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে আত্মীয়স্বজনদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন দুই সন্তানসহ অলপেশভাই মৃত অবস্থায় পরে আছেন।’
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ‘৫-৬ পৃষ্ঠার আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি ডায়েরি এবং নিহত ব্যক্তির মোবাইল থেকে কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। বিগত ১-২ মাস ধরে ডায়েরিতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে নোট লিখে রাখছিলেন আলপেশভাই। দুই ডায়েরির মধ্যে একটি কেবল তার স্ত্রীকে উদ্দেশ করে সমস্ত তথ্য বিস্তারিতভাবে লিখে রাখেন।’
পুলিশ আরও জানিয়েছে, পরকীয়াকে কেন্দ্র করে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
সোলাঙ্কির ভাই বলেন, ‘তার ভাইয়ের স্ত্রী ফাল্গুনিভাইয়ের সঙ্গে নরেশ কুমার নামে এক ব্যক্তির বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। এ কারণে তার ভাই চরম মানসিক চাপে ছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন।’
এমবি/এসআর