জোতাকে স্মরণ করলেন তাঁরই সাবেক সতীর্থ রাউল হিমেনেজ

সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতাকে স্মরণ করলেন তাঁরই সাবেক সতীর্থ রাউল হিমেনেজ।

Jul 7, 2025 - 13:57
 0  2
জোতাকে স্মরণ করলেন তাঁরই সাবেক সতীর্থ রাউল হিমেনেজ

নিজস্ব প্রতিবেদকঃ ফুটবল বিশ্বের নানা প্রান্তে ফুটবলাররা মাঠে নেমে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতাকে স্মরণ করলেন তাঁরই সাবেক সতীর্থ রাউল হিমেনেজ।

জোতাকে স্মরণ করার দিনে মেক্সিকোকে কনক্যাকাফ গোল্ড কাপের শিরোপা জেতাতেও বড় অবদান রেখেছেন হিমেনেজ। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ফাইনালে লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিস রিচার্ডসের গোলে পিছিয়ে পড়া মেক্সিকোকে দারুণ গোলে সমতায় ফেরান হিমেনেজ। পরে জয়সূচক গোলটি করেন এদসন আলভারেজ।

জোতাও শুরুতে অস্থায়ীভাবে এসে পরে স্থায়ী হন উলভারহ্যাম্পটনে। লিভারপুলে যাওয়ার আগে ২০১৮–২০২০ পর্যন্ত উলভসে খেলেছেন তিনি। সেখানে আক্রমণভাগে জুটি বেঁধে খেলার সময় দুজনের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠে। আজ সেই বন্ধুত্বকেই যেন মাঠে ফিরিয়ে আনলেন হিমেনেজ।

আজ মাঠে নামার সময়ই হিমেনেজের পরনে ছিল জোতার নাম লেখা ২০ নম্বর জার্সি। এরপর জাতীয় সংগীত গাওয়ার সময়ও তাঁর গায়ে সেই জার্সি ছিল। খেলার সময় অবশ্য নিজের ৯ নম্বর জার্সিই পরে ছিলেন।তবে ম্যাচের ২৭ মিনিটে মেক্সিকোকে সমতায় ফেরানোর পর আবার জোতার স্মৃতি ফেরান হিমেনেজ। জোতার জার্সি সামনে রেখে তাঁর ট্রেডমার্ক ‘ভিডিও গেম সেলিব্রেশন’ করে গোল উদ্‌যাপন করেন।

এমবি/এসআর