এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী : এনডিএম মহাসচিব
এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, ‘চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, এনসিপির দুঃখ তেমনি নাসীরুদ্দীন পাটওয়ারী।’

নিজস্ব প্রতিবেদক: এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, ‘চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, এনসিপির দুঃখ তেমনি নাসীরুদ্দীন পাটওয়ারী।’ বুধবার সকালে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’— এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মোমিনুল আমিন বলেন, ‘আমি তাকে একটা পরামর্শ দিতে চাই, ঢাকায় আমার বাসার পাশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, সেখানে গেলে রাজনীতিতে আরো ভালো করতে পারবে। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চাই, তবে তার আগে সুস্থতা অত্যন্ত জরুরি।’
নির্বাচন বানচালের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে উল্লেখ করে এনডিএম মহাসচিব বলেন, ‘নির্বাচন বানচালের কোনো শক্তি বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা সজাগ আছি। ষড়যন্ত্রের আভাস পেলে আমরা রাজপথেই তার জবাব দেব। আমরা জুলাইয়ে যে আন্দোলন শুরু করেছি, সেটা এখনো শেষ হয়নি।'
দেশবিরোধী ও ফ্যাসিবাদী চক্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি জনগণের প্রতি আহ্বান জানাব, নির্বাচন পর্যন্ত সতর্ক থাকুন। কারণ দেশের সব সমস্যার সমাধান জনগণের ভোটে নির্বাচিত একটি সার্বভৌম সংসদের মাধ্যমেই সম্ভব।’
এমবি এইচআর