বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম সোনাসহ গ্রেফতার ২
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৫৭৭ গ্রাম সোনাসহ দুজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৫৭৭ গ্রাম সোনাসহ দুজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের আগমনী এক ও দুই নম্বর ক্যানোপি এলাকার মাঝখান থেকে ওই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করে। তবে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গাড়িটির গতিরোধ করে তাদেরকে আটক করে। এরপর ওই গাড়ি তল্লাশি করে সিটের মাঝখানে টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে মোট এক কেজি ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করে।
এতে আরও বলা হয়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকা। স্বর্ণালংকারগুলোর ২২ ক্যারেটের।
আটককৃত দুজস দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। বলা হয়, অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনছে। তারা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি ধারায় অপরাধ করেছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ চোরাচালানের অপতৎপরতা আগের চেয়ে বেড়েছে।নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন কাজ করে যাচ্ছে।
এমবি/এসআর