দাউদকান্দিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬৫ জন আক্রান্ত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) উপজেলায় নতুন করে ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Jul 14, 2025 - 13:13
Jul 24, 2025 - 15:05
 0  4
দাউদকান্দিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬৫ জন আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) উপজেলায় নতুন করে ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। গুরুতর অসুস্থ একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩২৫ জন রোগীর রক্ত পরীক্ষা করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ১৪ জুলাই সকাল ১০টা পর্যন্ত মোট ১১ হাজার ৭০৮ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গুরুতর অবস্থায় ৪৬ জন রোগীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাঁদের মধ্যে ১০ জন মারা গেছেন।

উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে জ্বরে আক্রান্ত হয়ে বিদ্যালয়ে যেতে পারছে না।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামে প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। ওই গ্রামের এক বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকেই ধীরে ধীরে পুরো উপজেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে।

 

এমবি/টিআই