রাজধানীতে সব বাস চলবে একক ব্যবস্থায়, মানতে হবে নির্ধারিত রুট ও স্টপেজ
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীতে চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থাপনার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীতে চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থাপনার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে তাদের নির্ধারিত রুট ও স্টপেজ কঠোরভাবে মেনে চলতে হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এই পদক্ষেপের ফলে যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বাস চলাচল করায় যাত্রীরা প্রতিনিয়ত যানজট, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হচ্ছেন। ঢাকার যানজটের কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে রুট শৃঙ্খলা নিশ্চিত হবে, যা সামগ্রিকভাবে যানজট ও বিশৃঙ্খলা কমাতে সাহায্য করবে।
এছাড়াও, নতুন এই নিয়মের ফলে নারী, শিশু এবং বয়স্ক যাত্রীরা এখন থেকে আরও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে গণপরিবহন ব্যবহার করতে পারবেন। এই পদক্ষেপটিকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এমবি এইচআর