বাংলাদেশ জেল এর নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

কারাগারের কার্যক্রমকে সংশোধন ও আধুনিকীকরণের দিকে আরও মনোযোগ দিতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Aug 26, 2025 - 13:56
 0  2
বাংলাদেশ জেল এর নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন একথা জানান।

এ সময় তিনি জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও দেড় হাজার জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে।

মহাপরিদর্শক জানান, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

 এমবি এইচআর