কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
গত বছরের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে ডা: দীপু মনিকে আটক করে ঢাকা মেট্রোপলিটনের ডিবি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে নিউরোলজির চিকিৎসক দেখাতে আনা হয়। চিকিৎসককে দেখানো শেষে পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে নেয়া হয়েছে।
কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালীন নাহার জানান, জেল হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক দেখাতে নেয়া হয়েছিল।
গত বছরের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে ডা: দীপু মনিকে আটক করে ঢাকা মেট্রোপলিটনের ডিবি পুলিশ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের অনেকগুলো মামলা রয়েছে।
এমবি এইচআর