২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১,৭৮৭

গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

Jul 10, 2025 - 12:30
 0  2
২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১,৭৮৭

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১,৭৮৭ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার (৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ১,৩৭৩ জনকে গ্রেপ্তারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়া ৪১৪ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ৪টি শট গানের কার্তুজ, পাইপগানের পিস্তল ১টি, ৩টি চাপাতি, ২টি চাকু, ১টি দেশীয় পিস্তল, ১টি চাইনিজ কুড়াল, ৫টি ককটেলসদৃশ বস্তু, ১টি গুলি উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারাদেশে অভিযান চালিয়ে ১,৬০৭ জনকে গ্রেপ্তার করেছে।

এমবি/টিআই