নুরের ওপর হামলার প্রতিবাদ ও জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করা হয়েছে।

Sep 3, 2025 - 18:33
 0  2
নুরের ওপর হামলার প্রতিবাদ ও জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ

নিজস্ব প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজয় নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড়ে যান। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে। এ সময় চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।

তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপা গাছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এমবি/টিআই