ড. ইউনূস সহজে নির্বাচন দেবেন না : এম. এ. আজিজ
ড. মুহাম্মদ ইউনূস সহজে নির্বাচন দেবেন না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক এম. এ. আজিজ। তিনি বলেন, ড. ইউনূসের নিজস্ব এজেন্ডা আছে। নির্বাচন যে দেশে হবে এটা মুসলমান হিসেবে বলতেই হয় যে আল্লাহ জানেন। আল্লাহ জানেন আর ড. মুহাম্মদ ইউনূস ছাড়া দুনিয়ার কেউ জানে না।

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূস সহজে নির্বাচন দেবেন না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক এম. এ. আজিজ। তিনি বলেন, ড. ইউনূসের নিজস্ব এজেন্ডা আছে। নির্বাচন যে দেশে হবে এটা মুসলমান হিসেবে বলতেই হয় যে আল্লাহ জানেন। আল্লাহ জানেন আর ড. মুহাম্মদ ইউনূস ছাড়া দুনিয়ার কেউ জানে না।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে এসে তিনি এসব কথা বলেন। আজিজ বলেন, মাইলস্টোন স্কুলের ঘটনার বিষয়ে প্রথমে চার দলকে ডাকে।
সাংবাদিক আজিজ বলেন, ১৩ দল যখন বসেছে তখনও এ বিষয়ে আলোচনা হয়নি। ১৪ দল যখন বসেছে তখন হঠাৎ করে মোস্তফা জামাল হায়দার এসে বলেন, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। চার-পাঁচ দিনের মধ্যে তারিখ ঘোষণা করবে। যা আসলে কোনো আলোচনাই হয়নি।
রুহিন হোসেন প্রিন্সের কথা উল্লেখ করে আজিজ বলেন, আমরা বলেছিলাম— সবসময় ক্রাইসিস হলেই ডেকে ঐক্য দেখাবেন। আমরা ক্রাইসিস যার যার মত করে দেখবো, আপনার এখানে আর আসবো না। আপনি নির্বাচন দেন, এইসব ক্রাইসিস চলে যাবে। তখন ড. ইউনূস শুধু একটা কথাই বলেছে, আচ্ছা আমরা দেখবো। এই শব্দটাই উচ্চারণ করেছে।