চবিতে শিবিরের গুলিতে শিশু ইফতি নিহত

Sep 1, 2025 - 12:26
 0  3
চবিতে শিবিরের গুলিতে শিশু ইফতি নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইফতি নামের এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ছোড়া গুলিতেই এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। রোববার দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী ও স্থানীয়দের পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ লড়াইয়ে জড়িয়ে পড়ে। হঠাৎ করেই শিবিরকর্মীরা সংঘর্ষে যোগ দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ উঠে। এরই এক গুলি শিশু ইফতির শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা শিবিরকে দায়ী করে বিচারের দাবি তুলেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাটহাজারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চবি প্রক্টর বলেন, “একটি শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এমবি/এসআর