‘বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংশক ড. ইউনূস’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখে ‘মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের’ ঘৃণা করা শিখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখে ‘মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের’ ঘৃণা করা শিখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
রোববার (৩১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ওই পোস্টে ড. ইউনূস প্রসঙ্গে মাহমুদা মিতু লেখেন, ‘বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংশক ড. ইউনূস। মাথা নত করারও একটা লেভেল থাকে। তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায়।’
সেখানে তিনি আরও বলেন, ‘গ্রামীণ ইউনিভার্সিটি পাস করছে, হাসপাতাল করা, কর মওকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা, মানে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছে।’‘উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি’- ওই পোস্টে লেখেন ডা. মাহমুদা মিতু।
এমবি এইচআর