এবার কমিক্সে নিলয় ও হিমি

Sep 1, 2025 - 11:12
 0  2
এবার কমিক্সে নিলয় ও হিমি

নিজস্ব প্রতিবেদক: একটি প্রতিষ্ঠান শিশু কিশোরদের জন্য ‘হিট ম্যান’ শিরোনামে একটি নতুন কমিক্স বের করতে যাচ্ছে। কার্টুনিস্ট সোহানী এ কমিক্সের অন্য সব ক্যারেক্টার এর কার্টুন ফেজ ফাইনাল করেন। শুধু অপেক্ষায় ছিলেন কমিক্সের মূল চরিত্র ‘হিট ম্যান’ এর জন্য। অবেশেষে অনেক দিন পর সে তার কাঙ্খিত ক্যরেক্টারের লুক পেয়ে গেছে।

সোহানির সেই ‘হিট ম্যান’এর কাঙ্ক্ষিত ক্যরেক্টারের লুকে আছেন রাকিব। এই রাকিব অন্য কেউ না, তিনি হলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

‘হিট ম্যান’ শিরোনামের একটি নাটকে এভাবে দর্শকের সামনে আসবেন এই অভিনেতা। সোহানি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।

গল্পে দেখা যাবে রাকিব চাকরির ইন্টারভিউ দিতে যাবার সময় রাস্তা একটা ঝামেলায় জড়িয়ে পড়ে এবং বেশ কিছু মানুষের সাথে তর্কে জড়িয়ে যায়। সে সময় অফিসে যাবার পথে জ্যামে পড়ে সোহানীর গাড়ি। সে বাইরে তাকিয়ে দেখে একটি ছেলে বেশ কিছু মানুষের সাথে ঝগড়া করছে।

প্রচন্ড রাগ দেখা যাচ্ছে তার এবং রাগের মাথায় এক জনকে উত্তম মধ্যম দিচ্ছে।

ছেলেটির কথা বলার বঙ্গি বেশ ইন্টারেস্টিং লাগলে সোহানী দ্রুত তার ক্যামেরাটা বের করে রাকিবের বেশ কিছু ছবি ও অ্যাকশন মোমেন্ট ক্লিক করে এবং চলে যায়।

রাকিবকেই সোহানি তার ‘হিট ম্যান’ কমিক্সের প্রধান চরিত্রে নির্বাচন করে। এরপর গল্প নতুন দিকে মোড় নেয়। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে খুব শিগগির নাটকটি প্রকাশ পাবে। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

এটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান।

নির্মাতা বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্যসব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।’

নির্মাতা বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্যসব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।’

এমবি/এসআর