ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

সিলেটে ম্যাজিস্ট্রেটের সামনেই তার গাড়ির চালকের কাছে কালোবাজারি করে টিকিট বিক্রির ঘটনা ঘটেছে।

Sep 1, 2025 - 13:03
 0  2
ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

নিজস্ব প্রতিনিধি: সিলেটে ম্যাজিস্ট্রেটের সামনেই তার গাড়ির চালকের কাছে কালোবাজারি করে টিকিট বিক্রির ঘটনা ঘটেছে। সাইফুল ইসলাম (৩০) নামের পারাবত এক্সপ্রেসের অ্যাটেনডেন্ট এ কাজ করেন। পরে রেলওয়ে স্টেশনে টিকিটসহ হাতেনাতে ধরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রোববার (৩১ আগস্ট) বিকেলে সিলেট রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার মটবী চন্দ্রগঞ্জ এলাকার নুরুল হুদার ছেলে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও আনসার সদস্যরা।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, কালোবাজারি করে টিকিট বিক্রি করার সময় হাতেনাতে ধরে মোবাইল কোর্ট পরিচালনা করে পারাবত এক্সপ্রেসের অ্যাটেনডেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রেলস্টেশন ও বাসস্টেশনে টিকিট কালোবাজারির সংখ্যা বেড়েছে। তাই আমরা চেষ্টা করি নিয়মিত এই অভিযান পরিচালনা করতে। কয়েক দিন আগেও দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, মানুষজন যাতে হয়রানিমুক্তভাবে যাতায়ত করতে পারেন সেজন্য টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমবি/টিআই