সংবিধান সংশোধন না হলে আরও একটি গণঅভ্যুত্থান হবে: সরোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে। তা না হলে আগামী তিন থেকে ৫ বছরের মধ্যে আরও একটি গণঅভ্যুত্থান হবে। এখন যে ভুল হয়েছে আগামীতে নিশ্চিত সে ভুলগুলো আর হবে না। নির্বাচনের আগে সংস্কার না হলে যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন সেগুলোও ভেস্তে যাবে।

Aug 31, 2025 - 18:51
 0  3
সংবিধান সংশোধন না হলে আরও একটি গণঅভ্যুত্থান হবে: সরোয়ার তুষার
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: রোববার (৩১ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা-উপজেলা সমন্বয়ক কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।


তিনি আরও বলেন, ‘যে কোনো মূল্যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না। এটার ভিত্তিতেই নির্বাচন হবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি ধার দেওয়া ছাড়া কিছুই না।’

সংস্কারের আগেই কীভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন কীভাবে নির্বাচন হবে, কোন পদ্ধতিতে হবে তা এখনও আলোচনার টেবিলে। অথচ প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। এ কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচন কমিশন সংস্কারের দাবি করেন তিনি।


সমস্যা হলেই ড. ইউনূস সব রাজনৈতিক দলকে ডেকে পাঠান। এ নাটক বন্ধ করেন। এ সরকার জানেই না তারা সরকার। কোনো ঘটনা ঘটলে সরকার তীব্র প্রতিবাদ জানান। অথচ সরকারের কাজ পদক্ষেপ নেওয়া।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহম্মেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা।

এমবি এইচআর